Followers

Saturday, August 31, 2013

আদিম রিপু















সহজ মানুষ -
সহজ পথ ধরে,
হেঁটে চলে ইতি-উতি -
স্বপ্ন মায়াবলে।


রুখে দাঁড়ায় রাজা।

রাক্ষস সেনা লয়ে - 
সম্মুখ সমর।
দ্বিধাহীন -
করুনাহীন -
যত লোভ-রিপু প্রাচীন-
হাঁড়িকাঠে বলি দেয় দেবকন্যা সব।
রাক্ষস সৈন্য যত-
ছিঁড়ে খায় লাশ,
চরম তৃপ্তিভরে।

স্মৃতি মুছে রেখে-

প্রতিবাদহীন নির্বাক সময় 
হেটে চলে,
সহজ পথ ধরে।

সহজ মানুষ বলি হয়
ইতি-উতি -

স্বপ্ন মায়াবলে।।



No comments: