Followers

Saturday, August 31, 2013

Khuch-khach

তোর-
পরতে পরতে সুখ,
বৃষ্টির ফোঁটার মত-
সেই সুখের খোঁপায় ফুল,

দোলোনচাঁপা  !


ফুলের গন্ধে বিষ-

নীল ঘন নীল!

বুকের মাঝে  

                                    শুধু আগুন জ্বালিয়ে দিস ।।


একরাশ ধুলো জমা ব্যবধান -
পিছুটানের গুল্মলতা -
উপেক্ষা করে,
আমরা এখনও একসাথে বৃষ্টি ভিজি।

সময়ের আঘাতে খন্ডিত -

আমি আর তুমি -
আজ একাকার 

No comments: