Followers

Saturday, January 12, 2013

তুমি আছো




















কাল সবার মুখে তুমি ছিলে।

কাল শহর-দেশ তোমার দিওয়ানা।


কাল প্ল্যাকার্ড-ফেস্টুন,মিছিল-জমায়েত,
জ্ঞানী-অজ্ঞানী সহসা-সেনসিটিভ হৃদয়ে -
তুমি সবচেয়ে কাছের সম্পর্কের প্রতিবিম্ব।
শীতের শুরুতে তুমি যেন -
মোমবাতি উত্তাপ।

আজ আবার আমাদের ব্যস্ততা -
আজ আবার "এ মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ"রা
রং বদলেছে।

পড়ে আছে কিছু লড়ায়ের বিবর্ণ প্রতিশ্রুতি -
ফ্যাকাসে পোষ্টার -
রাস্তায় জমাট বেওয়ারিশ মোম -

আর পড়ে আছো -

তুমি - তুমি - তুমি -
তোমরা সকলে -
দিকে দিকে -
বিস্মৃতির অতলে।


No comments: