Followers

Saturday, August 31, 2013

Khuch-khach

তোর-
পরতে পরতে সুখ,
বৃষ্টির ফোঁটার মত-
সেই সুখের খোঁপায় ফুল,

দোলোনচাঁপা  !


ফুলের গন্ধে বিষ-

নীল ঘন নীল!

বুকের মাঝে  

                                    শুধু আগুন জ্বালিয়ে দিস ।।


একরাশ ধুলো জমা ব্যবধান -
পিছুটানের গুল্মলতা -
উপেক্ষা করে,
আমরা এখনও একসাথে বৃষ্টি ভিজি।

সময়ের আঘাতে খন্ডিত -

আমি আর তুমি -
আজ একাকার 

আদিম রিপু















সহজ মানুষ -
সহজ পথ ধরে,
হেঁটে চলে ইতি-উতি -
স্বপ্ন মায়াবলে।


রুখে দাঁড়ায় রাজা।

রাক্ষস সেনা লয়ে - 
সম্মুখ সমর।
দ্বিধাহীন -
করুনাহীন -
যত লোভ-রিপু প্রাচীন-
হাঁড়িকাঠে বলি দেয় দেবকন্যা সব।
রাক্ষস সৈন্য যত-
ছিঁড়ে খায় লাশ,
চরম তৃপ্তিভরে।

স্মৃতি মুছে রেখে-

প্রতিবাদহীন নির্বাক সময় 
হেটে চলে,
সহজ পথ ধরে।

সহজ মানুষ বলি হয়
ইতি-উতি -

স্বপ্ন মায়াবলে।।



Saturday, January 12, 2013

তুমি আছো




















কাল সবার মুখে তুমি ছিলে।

কাল শহর-দেশ তোমার দিওয়ানা।


কাল প্ল্যাকার্ড-ফেস্টুন,মিছিল-জমায়েত,
জ্ঞানী-অজ্ঞানী সহসা-সেনসিটিভ হৃদয়ে -
তুমি সবচেয়ে কাছের সম্পর্কের প্রতিবিম্ব।
শীতের শুরুতে তুমি যেন -
মোমবাতি উত্তাপ।

আজ আবার আমাদের ব্যস্ততা -
আজ আবার "এ মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ"রা
রং বদলেছে।

পড়ে আছে কিছু লড়ায়ের বিবর্ণ প্রতিশ্রুতি -
ফ্যাকাসে পোষ্টার -
রাস্তায় জমাট বেওয়ারিশ মোম -

আর পড়ে আছো -

তুমি - তুমি - তুমি -
তোমরা সকলে -
দিকে দিকে -
বিস্মৃতির অতলে।